Logo
শিরোনাম

নীলফামারীতে বালুর নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত:শনিবার ০৫ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নে বালু নিচে চাপা পড়ে রবিউল ইসলাম (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। 

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ওই ইউনিয়নের সালামের মোড় এলাকায় ট্রাক্টর থেকে বালু আনলোডের সময় এ ঘটনা ঘটে।

নিহত রবিউল জেলার জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের আমিনুল ইসলামের দুই ছেলে। আহত দুজনের মধ্যে কবির হোসেন। তিনি ট্রাক্টরচালক এবং নিহত রবিউলের আপন ভাই। অন্য আরেকজনের নাম জানা যায়নি।

জানা গেছে, বিকেলের দিকে ট্রাক্টরে করে বালু নিয়ে পুটিমারী ইউনিয়নের সালামের মোড়ে যান দুই ভাই রবিউল ও কবির। সেখানে বালু আনলোড করার সময় ট্রাক্টরের জগ ছিঁড়ে বালুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলে রবিউলের মৃত্যু হয়। আহত হন ট্রাক্টরচালকসহ দুইজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যায়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের হয়েছে।


আরও খবর