Logo
শিরোনাম

ময়মনসিংহ মেডিক্যালে একদিনে আরও ১৫ মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ১০ আগস্ট ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৫৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাত জন করোনা পজিটিভ ও আট জন উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় মারা যাওয়াদের মধ্যে ময়মনসিংহের পাঁচ জন, টাঙ্গাইল ও নেত্রকোনার একজন করে রোগী ছিলেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহের সাত জন এবং নেত্রকোনার একজন রোগী মারা গেছেন।

মঙ্গলবার (১০ আগস্ট) ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪১০ জন এবং আইসিইউতে ২১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৪৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে জেলার সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৫টি নমুনা পরীক্ষায় ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা হচ্ছে ১৭ হাজার ৮৫০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৮৪ জন।


আরও খবর