Logo
শিরোনাম

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ১৩ আগস্ট ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৬৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৮২ জন।

মমেক হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহে মারা যাওয়া ১৬ জনের করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে দশজন মারা গেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৩৯৬ জন, আইসিইউতে ভর্তি আছেন ২২জন।

ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭১টি নমুনা পরীক্ষায় ১৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৮ হাজার ৮৫৬ জন এবং সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৭৯ জন। জেলায় বুধবার সকাল পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বর্তমানে ৪ হাজার ৬৭১ জন হোম আইসোলেশনে রয়েছেন।


আরও খবর