Logo
শিরোনাম

ময়মনসিংহ মেডিকেলে সর্বোচ্চ ৩০ জনের মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ০৬ আগস্ট ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৫৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়। মারা যাওয়া রোগীদের মধ্যে ১৬ জন করোনা পজিটিভ ছিলেন। ১৪ জন মারা গেছেন উপসর্গে।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ৩০ জন মারা গেছেন। এর মধ্যে ১৬ জন করোনা পজিটিভ ছিলেন। ১৪ জন মারা গেছেন উপসর্গে।

মারা যাওয়া ৩০ জনের মধ্যে নেত্রকোনার ৯ জন রয়েছেন। এই ৯ জনের মধ্যে ৬ জন উপসর্গ নিয়ে ও ৩ জন করোনায় মারা গেছেন। 

ডা. মহিউদ্দিন জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৩০ আসনের বিপরীতে বর্তমানে ৫২৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২৩ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৫১ জন।


আরও খবর