Logo
শিরোনাম

মুন্সিগঞ্জে একশ মণ জাটকাসহ ট্রাক জব্দ

প্রকাশিত:শনিবার ১০ এপ্রিল ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ২২৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মুন্সিগঞ্জে প্রতিনিধি

লৌহজংয়ে একশ মণ জাটকা ইলিশ জব্দ করেছেন নৌ পুলিশ। এসময় একটি ট্রাকও জব্দ করা হয়। শনিবার (১০ এপ্রিল) ভোর ৪ টার দিকে উপজেলার হলদিয়া নামক স্থানে ঢাকামুখি ওই ট্রাকটি আটকের পর তল্লাশি চালিয়ে ২০ টি ড্রাম ভর্তি এসব জাটকা ইলিশ উদ্ধার করা হয়। জব্দকৃত জাটকার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানিয়েছে নৌ-পুলিশে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, শিমুলিয়া ঘাট থেকে ঢাকায় জাটকা নেওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে হলদিয়া এলাকার সড়কে অবস্থান নেই। ভোরে ওই সড়কে আমাদের অবস্থানের কিছুটা অদূরে একটি ট্রাক রেখে পালিয়ে যায় ট্রাকে থাকা লোকজন। বিষয়টি সন্দেহ হওয়া ট্রাকটি আটক করে তল্লাশি চালিয়ে ৪ হাজার কেজি (একশ মণ) জাটকা ইলিশ জব্দ করি। পরে সকালে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও দুঃস্থ পরিবারের মাঝে মাছগুলো বিতরণ করা হয়েছে। জাটকার সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি, পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি নৌ-পুলিশের হেফাজতে রয়েছে।



আরও খবর