Logo
শিরোনাম

মিরকাদিম মেয়রের বাসভবনে বিস্ফোরণ চার দিন পর স্ত্রীর মৃত্যু

প্রকাশিত:শনিবার ১০ এপ্রিল ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৭৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আবদুস ছালামের বাস ভবনে গ্যাস লিকেজে বিস্ফোরণের ঘটনার চার দিন পর স্ত্রী কানন বেগম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শনিবার সকালে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিসাৎধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ তথ্যটি নিশ্চিত করেন মৃত কানন বেগমের বোনের ছেলে মো রাজিব। মৃত কাকন বেগমের দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

উল্লেখ, মিরকাদিম পৌরসভার রামগোপালপুর এলাকায় মেয়রের বাস ভবনে সোমবার (৬ এপ্রিল) রাত ৯ টার দিকে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এসময় স্ত্রী কাকান বেগম, চারজন কাউন্সিলরসহ অন্তত ১৩ জন দগ্ধ হয়।

পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এর মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্সিগঞ্জে পাঠিয়ে দেওয়া হয়।

নিউজ ট্যাগ: মুন্সিগঞ্জ

আরও খবর