Logo
শিরোনাম

মির্জাপুরে বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

প্রকাশিত:সোমবার ২০ জুন ২০22 | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১০০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টাঙ্গাইলের মির্জাপুরে বগি লাইনচ্যুত হয়ে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের লোকো মাস্টার (চালক) আহত হয়েছেন।

মির্জাপুর ট্রেন স্টেশনের লাইন ম্যান লিটন মিয়া জানান, চট্টগ্রাম থেকে তেলবাহী ট্রেনটি রংপুর যাচ্ছিল। মির্জাপুর স্টেশনের কাছাকাছি ল্যাইনচ্যুত হয়ে সামনের ইঞ্জিনসহ দুটি বগি উল্টে যায়। এতে আহত হন ট্রেনের লোকো মাস্টার। ফলে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস, মির্জাপুর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশসহ আশপাশের লোকজন উদ্ধার কাজ শুরু করে।

এ ব্যাপারে মির্জাপুর ট্রেন স্টেশনের মাস্টার মো. কামরুল হাসান বলেন, দুর্ঘটনা কবলিত বগি উদ্ধারে কাজ চলছে। বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে আসছেন।


আরও খবর