Logo
শিরোনাম

মার্ভেলে জোনাথনের শুরুটা ভালো হলো না

প্রকাশিত:শনিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৭১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মার্ভেলের নতুন ফেজের প্রধান খল চরিত্র ক্যাং। অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াসপ: কোয়ান্টোমেনিয়া সিনেমায় তাকে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে। ক্যাংয়ের চরিত্রে অভিনয় করছেন জোনাথন মেজর্স। কিন্তু শুরুটা ভালো হলো না তার। অ্যান্ট ম্যানের সিনেমাটি মুক্তি পেল গতকাল। কিন্তু এর আগে ছিল সিনেমার প্রিভিউ স্ক্রিনিং। সেখান থেকেই বিপত্তি। সিনেমাটি নিয়ে আসছে মিশ্র প্রতিক্রিয়া।

সমালোচকদের মন্তব্যের মধ্যে বেশির ভাগই নেতিবাচক। রটেন টমেটোজে ৫৩ শতাংশ নেতিবাচক রিভিউ পেয়েছে অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াসপ: কোয়ান্টোমেনিয়া। এর আগে মার্ভেলের এটার্নালস এতটা খারাপ প্রতিক্রিয়া পেয়েছিল।

সমালোচকদের বক্তব্য হলো এ সিনেমায় বেশকিছু দুর্বল দিক রয়েছে। ট্রেলারে সিজিআই ভালো মনে হলেও দর্শক-সমালোচকদের কথা হলো মার্ভেলের সিনেমার হিসেবে এ সিনেমার সিজিআই ভালো হয়নি। পুরো দুনিয়া ভিজুয়াল ইফেক্ট দিয়ে তৈরি করার চেষ্টায় সিনেমার সঙ্গে যুক্ত হতে দর্শকের সমস্যা তৈরি হয়েছে। এর বাইরে সিনেমার গল্প, প্লট ও স্ক্রিপ্ট নিয়েও আপত্তি তোলা হয়েছে।

সান ফ্রান্সিসকো ক্রনিকলের মিক ল্যাসেল লিখেছেন, ‌অ্যান্ট ম্যান দুর্বল কমেডির উদাহরণ নয়, তবে ড্রামা হিসেবে তার দুর্বলতা আছে। এছাড়া ইভাঞ্জেলিন লিলি ও মাইকেল ডগলাসের মতো অভিনেতাদেরও সঠিকভাবে ব্যবহার করা হয়নি।

অ্যান্ট ম্যানের বিশেষত্ব ছিল স্কট ল্যাং চরিত্রের কমিক টাইমিং। ‌ম্যাশেবল-এর ক্রিস্টি পুশকো মনে করেন নতুন সিনেমাটিতে এ কমিক টাইমিং হারিয়ে গেছে। অন্যদিকে সিনেমায় অনেক কিছু যোগ করার কারণে অ্যান্ট ম্যান কোয়ান্টোমেনিয়া হয়ে উঠেছে বিশৃঙ্খল। ফলে জোনাথন মেজর্সকেও সিনেমায় স্পষ্ট করে খুঁজে পাওয়া যায় না। সিনেমায় তাকে নেয়া হয়েছিল থ্যানোসের চেয়েও শক্ত ভিলেন হিসেবে তৈরি করতে। কিন্তু সিনেমাটির পুরো গল্প প্রতিষ্ঠিত না হওয়ায় ক্যাং হিসেবে জোনাথনও আদৌ প্রতিষ্ঠিত হলেন কিনা, তা প্রশ্নবিদ্ধ।


আরও খবর