Logo
শিরোনাম

মাপে তেল কম দেওয়ায় ২ ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

প্রকাশিত:সোমবার ০৮ আগস্ট ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১০২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুমিল্লায় মাপে তেল কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএস‌টিআই।

রোববার (৭ আগস্ট) নগরীর পদুয়ার বাজার, আলখারচর ও কালাকচুয়া বিশ্ব‌রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএসটিআই।

এতে বলা হয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লা বিএস‌টিআই অফিসের সহায়তায় ১২টি ফি‌লিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়।

এসময় ভোক্তাদের মাপে তেল কম দেওয়ায় সুরাতলী পদুয়‌ার বাজার এলাকার রিভার‌ভিউ সিএন‌জি ফি‌লিং স্টেশনকে ১ লাখ টাকা ও ইস্ট জোন ফি‌লিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ১২‌টি ফি‌লিং স্টেশনের ৩০‌টি পরিমাপক যন্ত্র যাচাই করা হয়। এসময় মাপে কম তেল দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’


আরও খবর