Logo
শিরোনাম

মাধবপুরের শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত:রবিবার ২৯ মে ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৫৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুতের ২ ট্রান্সফর্মার পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিয়ন দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে, সকাল ১০টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে দুইটি বড় ট্রান্সফর্মারে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ চালায়। এ সময় দাও দাও করে আগুন জ্বলতে থাকে। কালো ধোঁয়ায় আশপাশের এলাকা ছেঁয়ে যায়।

বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারী মো. মানিক জানান, হঠাৎ শব্দ করে আগুন ধরে যায়। তাৎক্ষণিক কর্মকর্তা-কর্মচারীরা অফিস থেকে বের হয়ে দেখেন বিদ্যুৎ কেন্দ্রে আগুন চলছে। কীভাবে আগুন ধরেছে, এ ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা সামছুল আলম উজ্জ্বল জানান, আগুনের কালো ধোঁয়ায় এলাকা অন্ধকার হয়ে যায়। বাসাবাড়ির মানুষ ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন বলেন, আগুন নিয়ন্ত্রণে আসতে আসতে বিদ্যুতের বড় দুইটি ট্রান্সফরমার পুড়ে ছাই হয়ে গেছে।


আরও খবর