Logo
শিরোনাম

কুড়িগ্রামে নিজ বাড়িতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

প্রকাশিত:মঙ্গলবার ২৯ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১১৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুড়িগ্রামের রৌমারীতে নিজবাড়িতে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আবদুর রহিম (৩৮) নামে পুলিশের এক কনস্টেবল। তার স্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, তিনি মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন। গতকাল সোমবার (২৮ মার্চ) বিকেল ৪টার দিকে পুলিশ কনস্টেবল আবদুর রহিম (৩৮) তার শোবার ঘরের পাশে ধান রাখার গোলাঘরে বাঁশের আড়ার সঙ্গে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

মৃত আবদুর রহিম উপজেলার বন্দবের ইউনিয়নের দক্ষিণ টাপুরচর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি জামালপুর সদর থানার ২নং পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি ২৮ দিনের ছুটি নিয়ে ১৮ মার্চ কুড়িগ্রামের রৌমারীর নিজবাড়িতে আসেন।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মুনতাসির বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার  (২৮ মার্চ) সন্ধ্যার পর তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়। পারিবারিকভাবে জানা গেছে, তিনি মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন। তবে থানায় রাতেই এজন্য একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মরদেহ এলে পারিবারিকভাবে তার মরদেহ দাফন করা হবে।


আরও খবর