Logo
শিরোনাম

কুমিল্লায় দুই পক্ষের মধ্যে অস্ত্রের মহড়ায় আহত ৬

প্রকাশিত:সোমবার ১৪ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৫০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুমিল্লা নগরীতে দুই পক্ষের মধ্যে অস্ত্রের মহড়া দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এ ঘটনায় ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে। রোববার দুপরে এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীর চকবাজার এলাকায় স্থানীয় রাশেদ ও রবিনের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। রোববার দুপুরে উভয় পক্ষের ক্যাডাররা পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে চকবাজার সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় রাজ্জাক নামের এক ব্যক্তি তার লোকজন নিয়ে রাশেদের পক্ষ হয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে মাঠে নামে। উভয় পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়।

স্থানীয়রা আরও জানায়, চকবাজার বাসস্ট্যাণ্ড, জুয়া ও মাদক ব্যবসায় আধিপত্য নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে।

চকবাজারের একাধিক ব্যবসায়ী জানান, অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার সময় আতঙ্কে ব্যবসা প্রতিষ্ঠান প্রায় এক ঘণ্টা বন্ধ করে রাখা হয়। এ সময় গলির ভেতর থেকে গুলির আওয়াজ শোনা যায়।

চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কায়সার হামিদ জানান, তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়। ঘটনার সময়কার একাধিক ভিডিও ফুটেজ দেখে অস্ত্রধারীদের গ্রেফতার করতে অভিযান চলছে। 

নিউজ ট্যাগ: অস্ত্রের মহড়া

আরও খবর