Logo
শিরোনাম

করোনায় দুজনের মৃত্যু, শনাক্ত ১০৫১

প্রকাশিত:শুক্রবার ১৫ জুলাই ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ৮৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছে ১ হাজার ৫১ জন। গতকাল শনাক্ত ছিল ১ হাজার ৩২৪ জন। ২৪ ঘণ্টায় ৯ হাজার ১০০ নমুনার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৫৫ শতাংশ।

শুক্রবার  (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজকের দুজন দিয়ে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ২২৫ জন এবং মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৯৪ হাজার ৪৩৩ জন।

এদিন সুস্থ হয়েছেন এক হাজার ৯৫৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ২১ হাজার ১২৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ১৩০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ১০০টি। এখন পর্যন্ত এক কোটি ৪৪ লাখ ৮৪ হাজার ৪৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ১১ দশমিক ৫৫ শতাংশ নিয়ে এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯৬ দশমিক ৩২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী। মৃত্যুবরণকারীদের বয়স বিবেচনায় ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছেন। তাদের একজন ঢাকায় ও আরেকজন খুলনায় মারা যান।


আরও খবর