Logo
শিরোনাম

করোনায় শনাক্ত ৩৭, মৃত্যু নেই

প্রকাশিত:সোমবার ১৬ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ৮৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এই সময়ে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১৬ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৩৭ জনের ২৮ জনই ঢাকা বিভাগের। অর্থাৎ শনাক্তের ৭৫ শতাংশই  ঢাকার। এছাড়া চট্টগ্রাম বিভাগে তিনজন, ময়মনসিংহ বিভাগে একজন, রংপুর বিভাগে একজন ও সিলেট বিভাগে চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে টানা ২৬ দিনের মত করোনা ভাইরাসে দেশে কারও মৃত্যু হয়নি। সর্বশেষ ২০ এপ্রিল একজনের মৃত্যু হয়েছিল।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে করোনায় ২৯ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৬৩৯ জন। একদিনে ৪ হাজার ৭৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়। সেখানে শনাক্তের  হার শূন্য দশমিক ৭৭।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

নিউজ ট্যাগ: করোনাভাইরাস

আরও খবর