Logo
শিরোনাম

করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪৮০

প্রকাশিত:শনিবার ০১ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৭৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৫ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ৪৮০ জন। এর আগে গতকাল শনাক্ত ছিল ৭০৮ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৩৬৮ জন এবং শনাক্ত ২০ লাখ ২৫ হাজার ৬৭৭ জন।

শনিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ১৫ দশমিক ২৮ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪৩ জন। এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৬৫ হাজার ৬৩১ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ১২১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ১৪১টি। এখন পর্যন্ত এক কোটি ৪৮ লাখ ৮০ হাজার ২২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৫ দশমিক ২৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬১ শতাংশ করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ০৪ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৫ শতাংশ।


আরও খবর