Logo
শিরোনাম

করোনা নিয়ে ভুল তথ্যের প্রচার

প্রকাশিত:মঙ্গলবার ২৭ এপ্রিল ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ১৫৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মহামারি করোনা নিয়ে মানুষের আগ্রহ আর আতঙ্ক দুটিই আকাশ ছোঁয়া। আর এই অতি আগ্রহের কারণে অনেক ধরনের ভুল ব্যাখ্যা ও তথ্য ছড়িয়ে রয়েছে নেট-দুনিয়ায়।

যার বেশিরভাগেরই তেমন ভিত্তি নেই বা বিশেষজ্ঞরা বিষয়গুলো সমর্থন করেন না। বরং এগুলোতে করোনা ঘিরে আতঙ্ক বাড়ছে।

আসুন জেনে নিই এমনই কিছু ভুল তথ্য বা করোনা নিয়ে প্রচলিত গুজব:

 * গত বছরও অনেকে বলেছিলেন, রোদে খুব গরমে করোনা ভাইরাস মরে যায়। আমাদের দেশের আবহাওয়াতে করোনার সংক্রমণ মারাত্মক হবে না। আর প্রতিদিন কিছু সময় রোদে দাঁড়িয়ে থাকলে করোনা আক্রান্ত হবেন না

* গরম পানিতে গোসল করলে এই রোগ আটকানো যায়

* শিশুদের মধ্যে করোনার প্রভাব খুব গুরুতর হয় না। ছোটদের মধ্যেও ছড়িয়ে পড়ছে করোনা আর অনেক ক্ষেত্রে মৃত্যুর ঘটনাও ঘটছে

* নিউমোনিয়া ও কোভিডের অন্যতম উপসর্গ শ্বাসকষ্ট। কিন্তু তার মানে এই নয় যে, নিউমোনিয়ার প্রতিষেধক করোনাও আটকাবে

* অনেকেই মনে করছেন, যদি ১০ সেকেন্ড শ্বাস রোধ করে রাখতে পারেন, তা হলে করোনা হয়নি। এমন কোনো তথ্য ভুলেও বিশ্বাস করা যাবে না। বাড়িতে নিজেই কোভিড পরীক্ষা করা যায় না 

* অনেকেই মনে করেন, মশার কামড়েও করোনা ছড়াচ্ছে। মশার কামড়ে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো ভয়ঙ্কর কিছু রোগ হতে পারে। কিন্তু করোনা হওয়ার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।  


আরও খবর