Logo
শিরোনাম

করোনা আতঙ্কের মধ্যেই টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ইংল্যান্ড

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৪৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নতুন করে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পরও ইংল্যান্ড ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের অনুমতি দিয়েছে দেশটির সরকার। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বিষয়টি জানিয়েছে।

শ্রীলঙ্কান সংবাদমাধ্যমে খবর, দুটি টেস্ট খেলতে আগামী ৩ জানুয়ারি শ্রীলঙ্কা পৌঁছানোর কথা ইংল্যান্ড দলের। আগামী ১৪ জানুয়ারি গলে দর্শকশূন্য স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলে ডি সিলভা বার্তা সংস্থা এএফপিকে বলেন, দেশ ছাড়ার আগে এবং শ্রীলঙ্কায় পৌঁছানোর পর ইংল্যান্ড দলের প্রত্যেক সদস্যের করোনা পরীক্ষা করা হবে। জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে তাদের ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

চার্টার্ড বিমানে করেই শ্রীলঙ্কায় যাবে ইংল্যান্ড দল। এ ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী বলেন, আমাদের চিকিৎসকরা প্রতিপক্ষ দলের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছে, প্রস্তুতি নিয়ে তারা অনেকটাই সন্তুষ্ট। দুই দলই এখন প্রতিদ্বন্দ্বিতায় নামার জন্য অপেক্ষা করছে।

গত মঙ্গলবার থেকে ইংল্যান্ডের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে শ্রীলঙ্কার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এমনকি দুই সপ্তাহ আগে যারা ইংল্যান্ড সফরে গিয়েছিলেন তাদেরও দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা।


আরও খবর