Logo
শিরোনাম

কোভিড: ২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ২২২

প্রকাশিত:শনিবার ১০ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৭৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২২২ জন আক্রান্ত হয়েছে। অপরদিকে সুস্থ হয়েছে ২৪৭ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩২ জনে। এদের মধ্যে ১৮ হাজার ৭২২ জন পুরুষ এবং ১০ হাজার ৬১০ জন নারী। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ১৪ হাজার ৫৭৭ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে ১৯ লাখ ৫৮ হাজার ৫৫৪ জন।  গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৮১টি ল্যাবরেটরিতে দুই হাজার ৫৬১টি নমুনা সংগ্রহ এবং দুই হাজার ৫৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে আট দশমিক ৬২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।


আরও খবর