Logo
শিরোনাম

খুন করে ভারতে পালানোর সময় হত্যাকারী গ্রেফতার

প্রকাশিত:মঙ্গলবার ১৯ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬২০জন দেখেছেন
Image

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট সদরের জগদিশপুর গ্রামের মইনুল ইসলাম (২০) ছোট বোনকে উত্তক্ত করার প্রতিবাদ করায় ঘাতকের ছুরিকাঘাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান। এসময় আহত হয় আরো ৪ জন স্বজন। ঘাতক একই গ্রামের আলম হোসেনের ছেলে আব্দুল হাকিম।

জয়পুরহাট সদর থানার (ওসি) একেএম আলমগীর জাহান জানান, হাকিম দীর্ঘদিন ধরে মইনুলের ছোট বোনকে বিভিন্ন কু-প্রস্তাব ও উত্যক্ত করছিল। এর প্রতিবাদ করায় গত রোববার সন্ধ্যায় ধারালো অস্ত্র দিয়ে মইনুল তার মা, এক ভাই, ভাইয়ের শ্যালক ও এক প্রতিবেশীকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় হাকিম। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। মইনুলের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় মামলা হলে ভারতে পালিয়ে যাবার সময় পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী উচনা এলাকা থেকে হাকিমকে গ্রেফতার করা হয় বলেও জানান ওসি।

নিউজ ট্যাগ: জয়পুরহাট হত্যা

আরও খবর