Logo
শিরোনাম

খুলনায় পুলিশ-বিএনপি মুখোমুখি, রেলস্টেশন ভাঙচুর

প্রকাশিত:শনিবার ২২ অক্টোবর 20২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ৮৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিএনপির বিভাগীয় গণসমাবেশে আগতদের বাধা দেওয়াকে কেন্দ্র করে খুলনা রেল স্টেশনে মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছেন এবং স্টেশনের দরজার গ্লাস ভাঙচুর করেন। শনিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার।

তিনি বলেন, নিজেদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে জড়ায় বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা স্টেশনের গ্লাস ভাঙচুর করে। পুলিশকে খবর দিলে তারা আরও উত্তেজিত হয়ে পড়ে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন বলেন, কাউকে বাধা দেওয়া হয়নি। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।


আরও খবর