Logo
শিরোনাম

জেলা পরিষদের প্রশাসক হচ্ছেন সদ্য বিদায়ী চেয়ারম্যানরা

প্রকাশিত:বুধবার ২৭ এপ্রিল ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১০১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সারাদেশে জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যানদেরকেই জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

জেলা পরিষদে প্রশাসক নিয়োগ সম্পর্কে বুধবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী।

তাজুল ইসলাম বলেন, স্ব স্ব জেলার সদ্য বিদায়ী জেলা পরিষদের চেয়ারম্যানদেরকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে। আগামী নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নতুন পরিষদ গঠন হবে।

এর আগে গত ১৮ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নতুন আইনের আলোকে আগামী সাত দিনের মধ্যে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হবে। তখন মন্ত্রী জানান, করোনার কারণে নির্বাচন কমিশন এতোদিন নির্বাচন আয়োজন করতে পারেনি। জেলা পরিষদের ভোটার হলেন ইউনিয়ন মেম্বার, চেয়্যারম্যান এবং পৌরসভার কাউন্সিলর, মেয়র। ইউনিয়ন ও পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার ফলে জেলা পরিষদের নির্বাচন আটকে ছিল।

তার আগের দিন ১৭ এপ্রিল দেশের ৬১টি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সাময়িকভাবে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ দেয় সরকার। জেলা পরিষদ আইন অনুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ায় পরিষদগুলো তখন বিলুপ্ত করা হয়।


আরও খবর