Logo
শিরোনাম

জাবি ছাত্রকে মারধরের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ

প্রকাশিত:মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৭৩০জন দেখেছেন
Image

সাভার প্রতিনিধি:

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঘুরতে গিয়ে অনিয়মের প্রতিবাদ করায় আনসার সদস্যদের হাতে বেধড়ক মারধরের শিকার হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নুর হোসাইন।

প্রতিবাদে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে নুর হোসাইনের বড় ভাই, বন্ধু, ছোটভাই এবং সহপাঠীরা।

এর আগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কের পাশে মানববন্ধন করেন। মানববন্ধন থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

গতকাল সোমবার আনুমানিক দুপুর ২ টার সময় সাভার নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে নুর হোসেনকে কয়েকজন আনসার সদস্যরা ব্যাপক মারধর করে।

পরে ৯৯৯ এ ফোন করলে নিকটস্থ থানা থেকে পুলিশ এসে তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তার অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে নিউরোসায়েন্স ইন্সটিটিউটে স্থানান্তর করা হয়।


আরও খবর