Logo
শিরোনাম

ইউক্রেনের জন্য ১৩.৬ বিলিয়ন ডলার সহায়তার অনুমোদন বাইডেনের

প্রকাশিত:বুধবার ১৬ মার্চ ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১১৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেনে মানবিক ও সামরিক সহায়তার জন্য ১৩.৬ বিলিয়ন মার্কিন ডলার সমন্বিত একটি বার্ষিক ব্যয় বিলে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (১৫ মার্চ) তিনি এটির অনুমোদন দেন বলে খবর প্রকাশ করেছে আলজাজিরা।

এক টুইট বার্তায় জো বাইডেন বলেন, আমি এইমাত্র বাইপার্টিসান গভর্নমেন্ট ফান্ডিং বিলে স্বাক্ষর করেছি। এর মাধ্যমে সরকারকে উন্মুক্ত রাখা এবং ইউক্রেনে ঐতিহাসিক ১৩.৬ বিলিয়ন ডলার তহবিল প্রদান করা হবে।

এদিকে, জাতিসংঘের তথ্যানুশারে, এখন পর্যন্ত ইউক্রেন থেকে পালিয়ে অন্য দেশে আশ্রয় নেওয়া লোকের সংখ্যা তিন মিলিয়ন ছাড়িয়ে গেছে। এ কারণে দেশটিতে মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। টুইটে তিনি বলেন, এই যুদ্ধ প্রায় 3 মিলিয়ন ইউক্রেনীয়কে শরণার্থীতে পরিণত করেছে।

তিনি আরও বলেন, এই সহায়তা ১২ মিলিয়নেরও বেশি লোকের জন্য, যাদের ইউক্রেনের অভ্যন্তরে মানবিক সহায়তা প্রয়োজন। যুক্তরাষ্ট্র সরকার ইউরোপ এবং এর বাইরের অংশীদারদের সঙ্গে বিশ্বব্যাপী মানবিক প্রতিক্রিয়ার নেতৃত্ব দিতে সহায়তা করছে।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩