Logo
শিরোনাম

‘ইউক্রেনে বেসামরিক হতাহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে’

প্রকাশিত:শনিবার ১৮ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৯৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত শতাধিক শিশুসহ ১০ হাজার বেসামরিক নাগরিক নিহত বা আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আজ শনিবার এক প্রতিবেদনে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট স্থানীয় সময় শুক্রবার বলেছেন, ১৬ জুন মধ্যরাত পর্যন্ত কিয়েভে প্রায় ৪ হাজার ৫০৯ জন নিহত এবং ৫ হাজার ৫৮৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৯৪ জন শিশু রয়েছে।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, বেশির ভাগ হতাহতের ঘটনা ঘটেছে বিস্ফোরক অস্ত্রের হামলার কারণে, যার মধ্যে রয়েছে কামানের গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা। প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে এ বৈশ্বিক সংস্থা। জাতিসংঘ আরও জানিয়েছে, শুধু মারিউপোলেই ১ হাজার ৩৪৮ জন নিহত হয়েছে।

মারিউপোলের অবস্থা সবচেয়ে খারাপ উল্লেখ করে মিশেল ব্যাচেলেট বলেছেন, বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। সেখানে গোলাগুলি কিছুটা থেমেছে। তবে বিধ্বস্ত শহরটিতে চিকিৎসা সেবা এবং অন্যান্য নাগরিক সেবা দেওয়ার মতো পরিস্থিতি নেই।

এদিকে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিস স্থানীয় সময় শুক্রবার জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে রুশ বাহিনীর হামলায় ৩৩২ জন শিশু নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ৫৮১ শিশু। এর মধ্যে রুশ অধিকৃত অঞ্চলগুলোর শিশুদের সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি। সুতরাং হতাহতের সংখ্যা আরও বেশি হবে।

এ ছাড়া জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এক বিবৃতিতে বলেছে, যুদ্ধের কারণে কমপক্ষে ৫১ লাখ ৩৭ হাজার ৯৩৩ জন মানুষ ইউক্রেন ছেড়ে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। এর মধ্যে ৩৪ লাখ ৭ হাজার শরণার্থী ইউরোপে অস্থায়ী সুরক্ষার জন্য নিবন্ধিত হয়েছে।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩