Logo
শিরোনাম

ইরানে মৃত্যুদণ্ডের ঝুঁকিতে ১০০ বিক্ষোভকারী

প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৭১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইরানে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর জেরে দেশজুড়ে সৃষ্ট বিক্ষোভে অংশ নেওয়া কমপক্ষে ১০০ জন মৃত্যুদণ্ডের ঝুঁকিতে রয়েছেন। নরওয়ের রাজধানী অসলোকেন্দ্রিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) মঙ্গলবার তাদের একটি প্রতিবেদনে এ দাবি করেছে। সংস্থাটি বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করার মতো অভিযোগের মুখোমুখি করা হচ্ছে।

গত ১৬ সেপ্টেম্বর ইরানে ২২ বছর বয়সী কুর্দি তরুণী নৈতিকতা পুলিশের হেফাজতে নিহত হওয়ার পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ মাসের শুরুতে ইরানের রক্ষণশীল কর্তৃপক্ষ বিক্ষোভের সঙ্গে জড়িত থাকা দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করে।

আইএইচআর কর্তৃপক্ষ দাবি করে, তারা কমপক্ষে ১০০ জনের মতো বন্দিকে চিহ্নিত করেছে, যাঁরা সম্ভাব্য মৃত্যুদণ্ডের শাস্তির মুখে রয়েছেন। এ তালিকায় পাঁচজন নারীর নামও রয়েছে। এখন পর্যন্ত ১১ জনের দণ্ড কার্যকর করা হয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জন্য আইনি সুবিধা বেশ সীমিত। প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ আমিরি-মোগাদ্দাম বলেন, কিছু মানুষের মৃত্যুদণ্ড কার্যকর এবং মৃতুদণ্ডের সাজা ঘোষণা করার মাধ্যমে তারা (ইরানি কর্তৃপক্ষ) মানুষকে বিক্ষোভ থেকে বাড়ি ফেরাতে চায়।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩