Logo
শিরোনাম

ইংল্যান্ডে শুরু হচ্ছে কোভিড টিকার চতুর্থ ডোজ

প্রকাশিত:রবিবার ২০ মার্চ ২০22 | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৯২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাস প্রতিরোধে ইংল্যান্ড চলতি সপ্তাহে ভ্যাকসিনের চতুর্থ ডোজ দেওয়া শুরু করতে যাচ্ছে। এই বুস্টার ডোজ প্রথমে কেয়ার হোমের বাসিন্দা এবং যাদের বয়স ৭৫ বছরের বেশি বয়স্কদের দেওয়া হবে। রোববার ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এ ঘোষণা দেয়। এনএইচএস বলছে, প্রায় ৫০ লাখ লোককে এই ডোজ দেওয়া হবে। এছাড়া ছয় লাখ লোককে আগামী সপ্তাহে টিকার বুকিং দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, আমাদের ব্যাপক টিকাদান কর্মসূচির কারণে অসংখ্য জীবন বেঁচে গেছে। এটি একটি প্রতিরক্ষা প্রাচীর তৈরি করেছে যা আমাদেরকে কোভিডের সাথে বাঁচতে শিখিয়েছে।

অন্যদিকে ওমিক্রন ধরনের কারণে ব্রিটেনজুড়ে আবারও সংক্রমণ বাড়ছে। বর্তমানে প্রতি ২০ জনে একজন করোনায় আক্রান্ত হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শনিবার বলেছেন, আমরা চতুর্থ ডোজ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। প্রয়োজনের কারণে এটি দিচ্ছি।

উল্লেখ্য, করোনার সংক্রমণ বিশ্বের যে কয়টি দেশে সবচেয়ে বেশি হয়েছে, ব্রিটেন তার একটি।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩