Logo
শিরোনাম

ইন্দোনেশিয়ায় গির্জার বাইরে বোমা বিস্ফোরণে আহত ১৪

প্রকাশিত:রবিবার ২৮ মার্চ ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইন্দোনেশিয়ার মাকাসার শহরে এক গির্জার বাইরে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। রবিবার সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দুইজন আত্মঘাতী বোমা হামলাকারী এ ঘটনায় জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। খবর রয়টার্সের

রবিবার থেকেই ইন্দোনেশিয়ায় পবিত্র ইস্টার সপ্তাহ শুরু হয়েছে। এর প্রথম দিনই এমন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল।

মাকাসার পুলিশের মুখপাত্র আর্গো ইউওনো জানান, চার্চের প্রধান ফটকে হামলার সময় মোটরবাইকে দুইজন ছিলেন। তারা চার্চের ভেতরে ঢোকার চেষ্টা চালাচ্ছিলেন। হামলার পর মোটরবাইকটি পুরোপুরি নষ্ট হয়ে যায়।

বর্তমানে ঘটনাস্থলে কড়া পুলিশি পাহারা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো গির্জা ঘিরে রেখেছেন। গির্জায় থাকা সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পরপরই বেশ ধোঁয়া সৃষ্টি হয় এবং রাস্তার মধ্যে ধ্বংসস্তূপ দেখা যায়। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো সন্ত্রাসী গোষ্ঠী দায় স্বীকার করেনি।

তবে এ হামলার জন্য জামাহ আনশারুত দৌলা (জেএডি) নামের একটি সন্ত্রাসী সংগঠনের দিকে আঙুল তোলা হচ্ছে। ২০১৮ সালে সুরাবায়া শহরে গির্জা ও পুলিশের টহলকেন্দ্রে হামলা চালানোর অভিযোগ আছে এ সংগঠনের বিরুদ্ধে। ওই হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল।


আরও খবর