Logo
শিরোনাম

হজ যাত্রী দের করোনা টিকা নিশ্চিত করতে হবে : সৌদি আরব

প্রকাশিত:মঙ্গলবার ০৯ মার্চ ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২০৬৫জন দেখেছেন
Image

চলতি বছরে হজে যেতে হলে আগে থেকেই করোনাভাইরাসের টিকা নিতে হবে বলে সম্প্রতি ঘোষণা দেয় সৌদি সরকার। দেশে করোনা টিকা দেয়ার কার্যক্রম শুরু হওয়ায় হজ পালনে দেশটির অনুমতি পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে থাকবে বলে মনে করছে ধর্ম মন্ত্রণালয়। তবে হজে যেতে নিবন্ধিতদের মধ্যে ৪০ বছরের কম বয়সীদেরও করোনা টিকা দেয়া নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে হজ এজেন্টদের সংগঠন হাব।

করোনাভাইরাসের কারণে গেল বছর সৌদি আরবের বাইরের কেউ হজ করার অনুমতি পাননি। সম্প্রতি সৌদি স্বাস্থ্যমন্ত্রীর এক আদেশের বরাত দিয়ে দেশটিসহ বিভিন্ন গণমাধ্যম জানায়, হজে যেতে হলে করোনা ভ্যাকসিন গ্রহণ হবে মূল শর্ত।

গত ফেব্রুয়ারি থেকে সরকার করোনা ভ্যাকসিন দেয়া শুরু করায় বাংলাদেশিরা এ বছর হজ পালনে সুবিধাজনক অবস্থান থাকবে বলে মনে করছে ধর্ম মন্ত্রণালয়। করোনা পরিস্থিতিতে ২০২০ সালে হজে যেতে চূড়ান্তভাবে নিবন্ধন করেন ৬৭ হাজার। এর মধ্যে টাকা ফেরত নেন ৫ হাজার। তবে এবার কত জন হজ পালনের অনুমতি পাবেন সেটি নিশ্চিত নয়। তবে সৌদি সরকার অনুমতি দিলে নিবন্ধিত ৬২ হাজার জন প্রথমে অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন অতিরিক্ত সচিব।

তিনি জানান, আমরা আশাবাদী সৌদি সরকার বাংলাদেশ হাজি নেবে। তবে কতজনকে নেবে এটা আমরা এখনো কনফার্ম না। কূটনৈতিকভাবে ও হজ মিশন থেকে চেষ্টা করা হচ্ছে। আমাদের কোটা হচ্ছে এক লাখ ৩৭ হজার। যদি এ সংখ্যা নিতে আমাদের অনুমতি দেয়। আমরা প্রস্তুত রয়েছি।

দুই ডোজ টিকা নিতে সময় লাগায় নিবন্ধিতদের পাশাপাশি প্রাক নিবন্ধিতদের একাংশকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার আহ্বান জানিয়েছেন হাব সভাপতি।

হজে যেতে এ পর্যন্ত এক লাখ ৭৭ হাজার জন প্রাক নিবন্ধন করেছেন ।


আরও খবর