Logo
শিরোনাম

হবিগঞ্জে মোবাইল কেনাবেচা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৬০

প্রকাশিত:শুক্রবার ০১ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১১৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হবিগঞ্জের বানিয়াচংয়ে মোবাইল ফোন কেনাবেচা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩৫ বছর বয়সি ব্যক্তির নাম মামুন মিয়া নামে যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৬০ জন। শুক্রবার (০১ জুলাই) বিকেলে উপজেলার আলমপুরে ২ ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এ সময় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিহত মামুন মিয়া আলমপুর গ্রামের আমির হামজার ছেলে।

হবিগঞ্জ সদও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দৌস মোহাম্মদ জানান, বৃহস্পতিবার গ্রামের রিপন মিয়া ও সোহেল মিয়া নামে দুই যুবকের মধ্যে মোবাইল ফোন কেনা-বেচা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন দুই যুবককে শান্ত করে দেন।

শুক্রবার বিকেলে বিষয়টি নিয়ে আবারও দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন।

খবর পেয়ে হবিগঞ্জ সদর ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টার পর টিয়ার সেল ও রাবার বোলেট নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণ করেন। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক মামুন মিয়াকে মৃত ঘোষনা করেন।

সদর হাসপাতালের চিকিৎসক এসএম শরীফুল কবির জানান, বুকে আঘাতের কারণে মামুনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও এক যুবকের অবস্থা আশঙ্খাজনক। বুকে টেঁটাবিদ্ধ অবস্থায় তাকে সিলেট পাঠানো হয়েছে।


আরও খবর