Logo
শিরোনাম

গুলশানের তিন স্পা সেন্টার থেকে গ্রেফতার ২৪ জনের জামিন

প্রকাশিত:সোমবার ১০ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৮৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর গুলশানের তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে গ্রেফতার ২৪ জনকে জামিন দিয়েছেন আদালত। সোমবার (১০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরুল হুদা চৌধুরী এ আদেশ দেন।

এদিন গুলশান থানা পুলিশ মানবপাচার আইনে করা পৃথক তিন মামলায় আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। আসামিপক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিদের জামিনের আদেশ দেন।

জামিন পাওয়া আসামিরা হলেন-গুলশানের অল দ্যা বেস্ট স্পা সেন্টারের শাহিনুর আক্তার পায়েল, আয়েশা আক্তার অবনী ওরফে সংগীতা, নুরুন্নাহার, খালেদা আক্তার, অনন্যা আক্তার, নুরজাহান আক্তার ওরফে নোহা, সায়েমা আক্তার সাথি ওরফে তিশা, শম্পা আক্তার, শান্তা আক্তার, মহিবুল হক ভূঁইয়া ও শাহজাহান। হ্যাপি অ্যান্ড থাই স্পা সেন্টারের-শহিদুল্লাহ সুমন, রিপন মিয়া, মোছা. মরিয়ম আক্তার, মোছা. টুম্পা খাতুন ইরা, মোছা. তাশফিয়া আক্তার তানহা, আফরোজা আক্তার, রাইসা ওরফে ইতি এবং সাদিয়া আফরিন উর্মি। লোটাস থাই স্পা সেন্টারের-নুরে আলম, পারভীন আক্তার ওরফে ইভা, বিউটি আক্তার, সোনিয়া আক্তার ও শ্রাবনী আক্তার।

আসামিদের মধ্যে প্রথম ১১ জন এক মামলার আসামি, পরের ৮ জন আরেক মামলার এবং শেষের ৫ জন অপর একটি মামলার আসামি।

গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান এসব তথ্য জানান।

রোববার (০৯ অক্টোবর) রাতে গুলশান-১ ও ২ নম্বর এলাকায় অভিযান চালায় গুলশান থানা পুলিশ। সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, স্পা সেন্টারের আড়ালে প্রতিষ্ঠানগুলোতে অনৈতিক কার্যকলাপ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসব স্পা সেন্টারে অভিযান চালানো হয়।

 


আরও খবর