Logo
শিরোনাম

গোয়াল ঘর থেকে ১২২৫ লিটার তেল জব্দ

প্রকাশিত:সোমবার ১৩ জুন ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৯৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পরিত্যক্ত গোয়ালে লুকিয়ে রাখা ১ হাজার ২২৫ লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। রোববার উপজেলার চরজব্বর ইউনিয়নের বেলালের বাড়ির গোয়াল থেকে তেলগুলো জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পরিত্যক্ত গোয়ালের মধ্যে কোরবানির ঈদে বেশি মূল্যে বিক্রির জন্য সয়াবিন তেল মজুদ রাখা হয়েছে। খবর পেয়ে চরজব্বর থানার একদল পুলিশের সেখানে অভিযান চালিয়ে পাঁচ লিটারের ৬২ কার্টুন সয়াবিন তেল জব্দ করে।

বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি বলেন, জব্দকৃত তেলের মূল্য আড়াই লাখ টাকা। তেলগুলো নোয়াখালীর চিফ জুডিশিয়াল আদালতে জমা দেওয়া হয়েছে। পরবর্তীতে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ ট্যাগ: সয়াবিন তেল জব্দ

আরও খবর