Logo
শিরোনাম

ঘূর্ণিঝড় ও ঝোড়ো বৃষ্টির পর কৃষকদের করণীয় জানালো ব্রি

প্রকাশিত:সোমবার ৩১ অক্টোবর ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ৮০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঘূর্ণিঝড় বা ঝোড়ো বৃষ্টির পর কৃষকদের করণীয় জানিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। গবেষণা সংস্থাটি বলছে, ঝোড়ো বাতাসে আমন ধানের গাছ মাটিতে পড়ে যেতে পারে। তাই ধানের চার-পাঁচটি গাছ একত্রে সোজা করে খড় দিয়ে বেঁধে দিতে পারেন। এটাকে লজিং আপ পদ্ধতি বলে। এছাড়া অতিরিক্ত পানি জমে থাকলে তার অপসারণ করে দিতে হবে। অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ঝোড়ো বৃষ্টির কারণে আমন ধানের জমিতে ব্লাস্ট রোগ দেখা দিতে পারে। ব্লাস্টের লক্ষণ দেখা দিলে ট্রাইসাইকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন- ট্রুপার, দিফা, জিল, ইউমোক, সামার, তেরাজোল, এল সাইক্লোজোল, সায়ানোজল, স্টেনজা, সামার ৭৫ ডব্লিউপি যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে শূন্য দশমিক ৮ গ্রাম হারে মিশিয়ে বিকেলে স্প্রে করা যেতে পারে।


আরও খবর

শখের নার্সারিতে সফল ব্রাহ্মণবাড়িয়ার মনির

মঙ্গলবার ২১ ফেব্রুয়ারী ২০২৩

জয়পুরহাটে ৮৫৫ হেক্টর জমিতে ভুট্টার চাষ

মঙ্গলবার ২১ ফেব্রুয়ারী ২০২৩