Logo
শিরোনাম

ঘন কুয়াশার চাঁদরে পঞ্চগড়!

প্রকাশিত:বৃহস্পতিবার ২৭ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ৭৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হেমন্তের ঘন কুয়াশার চাঁদরে মুড়েছে পঞ্চগড়। কার্তিক মাসের শুরু থেকেই ঘন কুয়াশায় পঞ্চগড়ের প্রকৃতিতে জানান দিয়েছিল শীতের আগমন। বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত পঞ্চগড়ের চারদিক ঘন কুয়াশায় ডুবে ছিল। তাপমাত্রা কমে গিয়ে ১৭ ডিগ্রিতে নেমে এসেছে। অক্টোবরের শেষে তাপমাত্রা আরও কমে যাবে, এমনটিই হয়ে আসছে। নভেম্বরের শুরু থেকেই পুরোপুরি শীত ঝেঁকে বসবে বলে জানান তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

সপ্তাহখানেক ধরে তাপমাত্রা ১৭ থেকে ২২ ডিগ্রিতে ওঠানামা করছে। বৃহস্পতিবার ভোর ৬টায় সর্বনিম্ন ১৮ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সপ্তাহজুড়ে দিনের বেলায় সর্বোচ্চ ২৮ থেকে ৩২ ডিগ্রিতে তাপমাত্রা ওঠানামা করছে। এদিকে, ঘন কুয়াশার কারণে রিকশা-ভ্যানে কিংবা ইজিবাইকের চালকসহ কাজে বের হওয়া নিম্ন-আয়ের মানুষদের কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, হেমন্ত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা গত ২২ অক্টোবর ১৭ ডিগ্রি রেকড করা হয়েছিল। আজ ভোর ৬টায় ১৮ দশমিক ৩ ডিগ্রি। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমে যেতে পারে। ধীরে ধীরে শীতের তীব্রতা শুরু হবে অক্টোবরের শেষের দিকে। নভেম্বরের শুরু থেকে তাপমাত্রা কমে গিয়ে পুরোপুরি শীত আসার সম্ভাবনা রয়েছে।


আরও খবর