Logo
শিরোনাম

ঘন কুয়াশা, পাটু‌রিয়া-দৌলত‌দিয়া নৌপ‌থে ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত:শুক্রবার ২৯ জানুয়ারী ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ২২৮০জন দেখেছেন
Image
পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ

পদ্মা নদীতে অব্যাহত ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া পর্যন্ত নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)। ফলে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এদিকে ফেরি পারের অপেক্ষায় উভয় পাড়ের ঘাট এলাকায় আটকা পড়েছে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আটকা পড়া যানবাহনের সংখ্যাও ক্রমান্বয়ে বাড়ছে। এতে যাত্রীসহ যানবাহন শ্রমিকেরা দুর্ভোগে পড়েছেন।

বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডি‌জিএম জিল্লুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সা‌ড়ে ১২টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে অগ্রা‌ধিকার ভি‌ত্তি‌তে যাত্রীবাহী প‌রিবহণগু‌লো আগে পারাপার করা হবে।


আরও খবর