Logo
শিরোনাম

গাজীপুরে ভবন থেকে নির্মাণ সামগ্রী পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত:রবিবার ২১ আগস্ট ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ৯১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গাজীপুরের শ্রীপুরে কারখানার নির্মাণ কাজ চলাকালে বহুতল ভবন থেকে নির্মাণ সামগ্রী পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত ও অপর দুই শ্রমিক আহত হয়েছেন। শনিবার উপজেলার নয়নপুর এলাকায় অবস্থিত কারখানার নব-নির্মিত ভবনের নির্মাণ কাজ চলাকালে এ ঘটনা ঘটে।

কারখানার মানব সম্পদ কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, নতুন ভবনের নির্মাণ কাজ চলাকালে নির্মাণ কাজে ব্যবহৃত সাটারিং জগ টিনের ছাপড়ার উপড় পড়ে যায়। এসময় ছাপড়ার নীচে থাকা তিন নির্মাণ শ্রমিক আহত হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আহাদ আলী (৬৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।

নিহত আহাদ আলী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নানিয়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- ময়মনসিংহের তারাকান্দা উপজেলার হাড়িয়াঘাট গ্রামের বাসিন্দা আশরাফুল আলম এবং নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার গারার নান্দা গ্রামের বাসিন্দা ফিরোজ মিয়া।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বিষয়টি শুনেছি। কেউ এ বিষয়ে থানায় অবগত করেননি। নিহত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরও খবর