Logo
শিরোনাম

গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ৩

প্রকাশিত:মঙ্গলবার ২০ সেপ্টেম্বর ২০22 | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ৯২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আল সাদি, গাজীপুর সংবাদ-দাতা:

গাজীপুর পুলিশের অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল ও ঢাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনায় দগ্ধদের খোঁজখবর নিতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুকশিল্পী আবু হেনা রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, দুর্ঘটনায় ২৫ শতাংশ দগ্ধ আবু হেনা রনি ও ১৯ শতাংশ দগ্ধ পুলিশ সদস্য জিল্লুর রহমানের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। দুজনই স্ট্যাবল আছেন। তাদের অবস্থা খুব বেশি খারাপ নয়। তবে দগ্ধ রোগী যতদিন পর্যন্ত না হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন, ততদিন শঙ্কামুক্ত বলা যাবে না। সব মিলিয়ে গত কয়েক দিনের চেয়ে আজ (সোমবার) তারা অনেকটাই ভালো আছেন। রোববার (১৮ সেপ্টেম্বর) আমরা মেডিকেল বোর্ড বসে তাদের চিকিৎসার বিষয়ে আলাপ-আলোচনা করে কিছু সিদ্ধান্ত নিয়েছি। আজও আমরা বসব।

কৌতুক অভিনেতা আবু হেনা রনির চিকিৎসায় বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালামকে প্রধান করে রোববার (১৮ সেপ্টেম্বর) ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।  যেখানে ডা. সামন্ত লাল সেন ছাড়াও ঢাকা মেডিকেলের রেসপিরেটরি মেডিসিন ও হেমাটোলজি বিভাগের দুজন চিকিৎসককে রয়েছে।

এর আগে বেলুন বিস্ফোরণের ঘটনা অনুসন্ধানে শনিবার (১৭ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটনের উপ কমিশনার অপরাধ (উত্তর) আবু তোরাব মো. শামছুর রহমানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে জিএমপি। গঠিত তদন্ত কমিটিতে কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত উপ পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) রেজওয়ান আহমেদ, সহকারী কমিশনার (প্রসিকিউশন) ফাহিম আসজা ও গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ লাইনস মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা উদ্বোধনের সময় গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন। দগ্ধরা হলেন- মিরাক্কেল খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি, জেলা পুলিশের কনস্টেবল মোশারফ হোসেন, গাছা থানার কনস্টেবল রুবেল হোসেন, টঙ্গী পূর্ব থানার কনস্টেবল জিল্লুর রহমান, গাছা থানার কনস্টেবল ইমরান হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি বেনজীর আহমেদ।

 


আরও খবর