Logo
শিরোনাম

ফুলবাড়ীতে দুই লিচুতে এক কেজি চাল!

প্রকাশিত:শুক্রবার ১০ জুন ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৪৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দিনাজপুরের ফুলবাড়ীতে মধুমাসের রসালো মৌসুমী ফল দুইটি চায়না থ্রি লিচু কিনতে মানুষের পকেটের এককেজি চালের দাম চলে যাচ্ছে। অবিশ্বাস্য হলেও এটি এখন সত্য হয়ে দাঁড়িয়েছে লিচুর এলাকা বলে খ্যাত দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলাতে। তবে গত দুই বছর লিচুর দাম কম থাকলেও এ বছর লিচুর দাম ওঠেছে আকাশ চুম্বি ওপরে।

বোম্বাই, বেদানা ও চায়না-থ্রি জাতের লিচু গত কয়েক বছরের তুলনায় এ বছরে দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের পক্ষে মৌসুমী ফল চায়না থ্রি লিচু কিনে খাওয়া একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।

শুক্রবার ফুলবাড়ীর নিমতলা মোড়স্থ সবচেয়ে বড় লিচুর অস্থায়ী বাজার সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যস্ত সময় পার করছেন লিচু বিক্রেতারা। ব্যবসায়িরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লিচুর দাম একটু বেশি হয়ে গেছে।

লিচু বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, চায়না থ্রি জাতের বড় আকারের ১০০ লিচু ২৫০০ টাকা দরে বেচাবিক্রি চলছে। এতে করে এক-একটি লিচুর দাম পড়ছে ২৫ টাকা। এক হাজার লিচু কিনতে গুণতে হবে ২৫ হাজার টাকা। গত কয়েক বছরের তুলনায় এবছর লিচুর দাম বেড়েছে। গত বছরগুলোতে করোনার কারণে ভয়ে মানুষ লিচু কম কিনেছে। কিন্তু বর্তমানে চাহিদা বেড়ে যাওয়ায় লিচুর দাম বিশেষ করে চায়না থ্রি লিচুর দাম বেড়ে গেছে। চায়না-থ্রি লিচুর বিচি ছোট, মাংস ও স্বাদ বেশি হওয়ায় বেশি দামেই বেচাকেনা চলছে সমান তালে।

আরেক বিক্রেতা মন্টু চন্দ্র রায় বলেন, গত বুধবার (৮ জুন) চায়না-থ্রি লিচু বাগান থেকে ১০০ লিচু দুই হাজার ২০০ টাকা দরে কিনতে হয়েছে। এতে এক-একটি লিচুর দাম পড়েছে ২২ টাকা এরপর পরিবহণ ও লেবার খরচসহ অন্যান্য খরচ মিলিয়ে ১০০ লিচু দুই হাজার ৫০০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে।

উপজেলার জয়নগর থেকে লিচু কিনতে আসা যোনাস হেম্ব্রম বলেন, এখানকার চায়না থ্রি লিচুর মিষ্টতা ও স্বাদ বেশি। তাই পরিবারের জন্য লিচু কিনতে এসে দাম শুনে কথা বলার হুস হারিয়ে ফেলেছি। তিনি জানান, এত চড়াদামে তার মতো দিনমজুরের পক্ষে বেদনা ও চায়না থ্রি লিচু কিনে পরিবারের লোকজনকে খাওয়ানো কোনোভাবেই সম্ভব না। তাই ১২৫ টাকা দিয়ে ৫০টি মাদ্রাজি লিচু কিনে নিয়ে বাড়ী ফিরছেন।

গত বৃহস্পতিবার নিমতলা মোড়স্থ লিচু বাজারে বোম্বাই জাতের লিচু বেচাবিক্রি হয়েছে আকার ভেদে প্রতি ১০০ লিচু ২,৬০০ থেকে ২,৭০০ টাকা, চায়না থ্রি জাতের প্রতি ১০০ লিচু ২,৩০০ থেকে ২,৫০০ টাকা এবং বেদানা জাতের প্রতি ১০০ লিচু ৮০০ থেকে ১৫০০ টাকায়। তবে মাদ্রাজি লিচুর দাম এখনও অনেক কম। আকার ভেদে মাদ্রাজি ১০০ লিচু বেচাবিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৬০ টাকা দরে।

উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন, উপজেলা পৌর এলাকাসহ ৭ ইউনিয়ন এলাকায় ৬৮ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। প্রতি হেক্টরে সাড়ে ৪ দশমিক ৭১ মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

নিউজ ট্যাগ: লিচু দিনাজপুর

আরও খবর