Logo
শিরোনাম

ফরিদপুরে হঠাৎ দেবে গেছে ২৫ বাড়ি

প্রকাশিত:শনিবার ০১ জানুয়ারী ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৪২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফরিদপুর পৌরসভার পশ্চিম খাবাসপুর এলাকার কুমার নদীর পাড়ে প্রায় ২৫টি বাড়ি হঠাৎ দেবে গেছে। আরও কয়েকবাড়িতে ফাটল দেখা দিয়েছে। ফলে গত এক সপ্তাহ ধরে ভাঙন আতঙ্কের মধ্যে দিয়ে দিন-রাত পার করছেন নদীপাড়ের কয়েকশ বাসিন্দা। অনেকে বাড়িঘর ছেড়ে আরেক জায়গায় চলে যাচ্ছেন।

খাবাসপুর এলাকার লিয়াকত হোসেন, আব্দুর রাজ্জাক, দিপু ফকির, মোশাররফ হোসেন, ননী গোপাল বিশ্বাস, তপন বিশ্বাসসহ অন্তত ২৫টি পরিবারের বসত বাড়ি-ঘর দেবে গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, গত এক সপ্তাহ ধরে হঠাৎ করেই শহরের পশ্চিম খাবাসপুর এলাকার কুমার নদীর তীরবর্তী এলাকায় ফাটল দেখা দেয়। এরপর একে একে বেশ কিছু বাড়ি ৫ থেকে ১০ ফুট দেবে গেছে। অনেকে বাড়িঘর সরিয়ে নেওয়া শুরু করেছেন।

এলাকার পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে। তবে এখনো তাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ না নেওয়ায় তারা ভাঙন আতঙ্কে দিন-রাত পার করছেন। ওই এলাকা রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

এ বিষয়ে ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবলু বলেন, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে দেবে গেছে ২০-২৫ টি বাড়ি। ওই এলাকার বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, আমরা ঘটনা জানার পর সরেজমিনে গিয়েছি। এর একটি ডিজাইন তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছে। আসলে মাটির তলদেশে ধ্বস হওয়ায় দেবে যাওয়ার ঘটনা ঘটেছে। যেটা ঘটার সেটা ঘটে গেছে। এখন আর তেমন ভয় নেই।

নিউজ ট্যাগ: ফরিদপুর

আরও খবর