Logo
শিরোনাম

এনভিডিয়াকে ছাড়াবে ইন্টেলের আর্ক সিরিজ

প্রকাশিত:রবিবার ০২ অক্টোবর 2০২2 | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৭৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কয়েক সপ্তাহের মধ্যে ব্যবহারকারীদের জন্য বাজারে আর্ক সিরিজের ডেস্কটপ গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) বাজারজাত করবে ইন্টেল। স্পেসিফিকেশন ও সক্ষমতার দিক থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি অনেক তথ্যই প্রকাশ করেছে। সম্প্রতি এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তাদের নতুন জিপিইউ এনভিডিয়ার মিড রেঞ্জের আরটিএক্স ৩০৬০ কে ছাড়িয়ে যাবে।

আর্ক সিরিজের এ৭৭০ জিপিইউতে ৩২টি এক্সই কোর, ৩২টি রে-ট্রেসিং ইউনিট ও একটি ২১০০ মেগাহার্টজের গ্রাফিকস ক্লক থাকবে। র‌্যামের দিক থেকে এতে ৮ জিবি ও ১২ জিবি ভার্সন থাকবে। যেখানে প্রতি সেকেন্ডে ৫১২ গিগাবাইট ও ৫৬০ গিগাবাইট মেমোরি ব্যান্ডউইডথ থাকবে। এর মূল্য হবে ৩২৯ ডলার। অন্যদিকে এ৭৫০ জিপিইউর বাজারমূল্য ২৮৯ ডলার। এতে ২৮টি এক্সই কোর, ২৮টি রে-ট্রেসিং ইউনিট ও ২ হাজার ৫০ মেগাহার্টজের গ্রাফিকস ক্লক থাকবে। এর মেমোরি হবে ৮ জিবি ও এতে সেকেন্ডপ্রতি ৫১২ গিগাবাইটের মেমোরি ব্যান্ডউইডথ থাকবে। ১২ অক্টোবর তিনটি কার্ড বাজারজাত করা হবে।

বেঞ্চমার্ক পরীক্ষার পরিপ্রেক্ষিতে ইন্টেলের দাবি, এনভিডিয়ার মিডরেঞ্জ জিফোর্স আরটিএক্স ৩০৬০-এর তুলনায় আর্ক সিরিজের কার্ডগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা আরো ভালো ফিডব্যাক পাবে। প্রতিষ্ঠানটি জানায়, তাদের এ৭৭০ জিপিইউটি আরটিএক্স ৩০৬০-এর তুলনায় ৪২ শতাংশ বেশি কার্যক্ষমতা সম্পন্ন। অন্যদিকে এ৭৫০ ৫৩ শতাংশ বেশি কাজ করবে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি আরো দাবি জানিয়ে বলে, এ৭৭০-এর ১৬ জিবি ভার্সন ব্যবহার করে যেসব গেম খেলা হয়েছে, সেগুলোয় কাছাকাছি দামের আরটিএক্স ৩০৬০-এর তুলনায় আরো বেশি রে-ট্রেসিং পারফরম্যান্স পাওয়া গিয়েছে।

নিউজ ট্যাগ: ডেস্কটপ

আরও খবর

কমেছে রোলেক্স ও প্যাটেক ফিলিপ ঘড়ির দাম

বুধবার ২২ ফেব্রুয়ারী ২০২৩