Logo
শিরোনাম

একসঙ্গে ৪ ফুটফুটে সন্তানের জন্ম দিলেন আশা

প্রকাশিত:বুধবার ২৩ মার্চ ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১০৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রংপুর মেডিকেলের গাইনি বিভাগে একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন আশা বেগম নামে এক নারী। মঙ্গলবার (২২ মার্চ) রাত ৯টার দিকে একে একে তিনটি কন্যা এবং একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি।

আশার স্বামী মনিরুজ্জামান বাঁধন ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎ বিভাগে কর্মরত। তিনি জানান, জন্মের পর শিশুদের অবস্থা, বিশেষত দুটি শিশুর অবস্থা সংকটাপন্ন হলেও ক্রমেই তাদের উন্নতি হচ্ছে। তবে স্ত্রী আশার শারীরিক অবস্থা নিয়ে তিনি দারুণ চিন্তিত ও উদ্বিগ্ন।

বাঁধন জানান, বিয়ের ৮ বছর পর প্রথমবার আশা সন্তানসম্ভবা হয়েছিলেন। ২০১৩ সালে বিয়ের পর থেকেই সন্তানের প্রত্যাশা থাকলেও এবার তাদের একসঙ্গে ৪ সন্তান পৃথিবীতে এল।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (গাইনি বিভাগ) ডা. ফারহানা ইয়াসমিন ইভা সাংবাদিকদের জানান, আশা নামে ওই গৃহবধূ এক সঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। গর্ভধারণের ৩২ সপ্তাহে চার নবজাতকের জন্ম হওয়ায় তিন কন্যাশিশুর ওজন ও গঠন ঠিক থাকলেও ছেলে নবজাতকটির ওজন মাত্র সোয়া কেজি। তবে চার নবজাতকই সুস্থ আছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।


আরও খবর