Logo
শিরোনাম

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রকাশিত:বুধবার ১৪ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ৯০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রতিবারের মতো এবারও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ঘোষণা অনুযায়ী বুধবার (১৪ জুন) ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক মো. সফিকুর রহমান।

তিনি জানান, পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হবে। এবারে আট জোড়া ঈদ স্পেশাল ট্রেন চালানো হবে।

জানা যায়, ২৪ জুনের টিকিট পাওয়া যাচ্ছে আজ। একইভাবে ১৫ জুন দেওয়া হবে ২৫ জুনের টিকিট, ১৬ জুন ২৬ জুনের টিকিট, ১৭ জুন ২৭ জুনের টিকিট এবং ১৮ জুন ২৮ জুনের টিকিট পাওয়া যাবে। ঈদ-পরবর্তী ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে ২২ জুন। ২২ জুন দেওয়া হবে ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।


আরও খবর