Logo
শিরোনাম

ঈদ নাটকের প্রস্তুতি যেমন চলছে

প্রকাশিত:সোমবার ২৫ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৯৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঈদের জন্য অপেক্ষা ফুরিয়ে আসছে। ঈদের ছুটি মানেই ছোট পর্দার নানা আয়োজন। ঈদকে কেন্দ্র করে বিভিন্ন টেলিভিশন চ্যানেল আর ডিজিটাল দুনিয়ায় থাকে নানা অনুষ্ঠান। এবারো এর ব্যতিক্রম হচ্ছে না। বরং কভিডের সব বিধিনিষেধ থেকে মুক্ত হয়ে নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক নির্মাণের কাজ চলছে পুরোদমে। টেলিভিশন চ্যানেলের পাশাপাশি ওটিটি প্লাটফর্ম ও ইউটিউব চ্যানেলগুলোও নিজের মতো কাজ করছে। ঈদ নাটক নির্মাণে ব্যস্ত সময় পার করছেন পরিচালক ও তারকারা।

ঈদের নাটকের প্রস্তুতি জানতে কথা হয় খ্যাতিমান নাট্যকার, পরিচালক ও অভিনেতা বৃন্দাবন দাসের সঙ্গে। প্রতি বছর ঈদে তার পরিচালনায় অনেকগুলো নাটক দেখতে পান দর্শকরা। এ বছরের আয়োজন নিয়ে জানতে চাইলে বৃন্দাবন দাস বলেন, একটি সাত খণ্ডের নাটক আসছে। এর সঙ্গে রয়েছে দুটি এক পর্বের নাটক। এর মধ্য হারাধনের একটি বাগান এক পর্বের নাটক। এটা চ্যানেল আইতে প্রচার করা হবে। গাজী টিভির জন্য করা হয়েছে সুশীল ফ্যামিলিপিকচারম্যান সাত খণ্ডের নাটক। এটা প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে। এ নাটকগুলোয় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, গোলাম ফরিদা ছন্দা, আশরাফ রবি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, শৈশব রোদ্দুর শুদ্ধ, জসিম প্রমুখ। পর্দায় আমাকেও দেখতে পাবে দর্শক। আমার সব একক নাটকের শুটিং প্রায় শেষ হয়ে গিয়েছে।

সুশীল ফ্যামিলি নাটকটিতে অভিনয় করেছেন বৃন্দাবন দাসের ছেলে দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি। এ নিয়ে এ নির্মাতা বলেন, বাবা হিসেবে বিষয়টা ভালো লাগছে। ওদের কাজ দেখে মানুষ যখন প্রশংসা করে তখন বেশি ভালো লাগে। যা-ই করুক ভালোবাসা নিয়ে কাজ করুক। পরিচালক রাফাত মজুমদার রিংকু বলেন, ঈদে বেশকিছু নাটকে কাজ করেছি। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের জন্য নাটক নির্মাণ করেছি। এছাড়া সিএমভির ইউটিউব চ্যানেলের ব্যানারে দুটি নাটকের কাজ শেষ করেছি। বর্তমান সময়ের জনপ্রিয় তারকাদের দেখা যাবে নাটকগুলোয়। এদের মধ্যে রয়েছেন মেহজাবিন চৌধুরী, ফারহান আহমেদ জোভান, তৌসিফ মাহবুব, তানজিন তিশাসহ আর অনেকে।

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভিতে আসতে চলেছে ঈদের অনেকগুলো নাটক। সিএমভির পক্ষ থেকে জানা যায়, এবারের ঈদ উপলক্ষে তাদের ১৫টি এক পর্বের নাটক নির্মিত হচ্ছে। দেশের জনপ্রিয় তারকারা অভিনয় করেছেন এ নাটকগুলোয়। এর মধ্যে লাস্ট লাভ নাটকে দেখা যাবে মুশফিক আর ফারহান ও তাসনিয়া ফারিণকে। যেখানে ফারিণদের বাসায় লজিং মাস্টার ফারহান। সৌরভ ইশতিয়াকের কাহিনী নিয়ে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। এছাড়া নির্মাতা জাকারিয়া সৌখিন তৈরি করছেন ঈদের নাটক ওয়েডিং ক্রাশ। এতে তানজিন তিশার সঙ্গে অভিনয় করছেন ফারহান।

দীপ্ত টিভির পাবলিক রিলেশন অফিসার জাকিয়া সুলতানা জানান, প্রতি বছরের মতো এবারের ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে দীপ্ত টিভি। ঈদের সাতদিন থাকবে বিশেষ আয়োজন। এর মধ্য থাকছে ১৪টি একক নাটক। প্রতিদিন দুটি করে নাটক প্রচার হবে। এছাড়া শর্ট ফিল্ম থাকছে ২১টি। এগুলো প্রতিদিন তিনটি করে প্রচার হবে। মোশাররফ করিম, জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া তানহা, সেমন্তী সৌমির মতো জনপ্রিয় তারকারা অভিনয় করেছেন এ নাটকগুলোয়।

বৈশাখী টেলিভিশনের দুলাল খান সিনিয়র এক্সিকিউটিভ ও মিডিয়া রিলেশন অফিসার জানান, ঈদে সাতটি একক নাটক ও পাঁচটি ধারাবাহিক নাটক প্রচার করবে বৈশাখী টেলিভিশন। এ নাটকগুলোয় জাহিদ হাসান, অপর্ণা, সজল, রাশেদ সীমান্ত প্রমুখকে দেখা যাবে।

এনটিভির সহকারী ব্যবস্থাপক, প্রোগ্রাম ও কমিউনিকেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, ঈদের আগের দিন থেকেই বিশেষ আয়োজন রেখেছে এনটিভি। এছাড়া ঈদের পরের সাতদিন থাকবে ঈদ উপলক্ষে বেশকিছু একক ও ধারাবাহিক নাটক। মোশাররফ করিম, সালাউদ্দীন লাভলু, সারিকা সাবা, মাইমুনা মম, রোবেনা রেজা জুঁই, জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নুর, তানজিন তিশার মতো জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা থাকবেন এসব নাটকে। মাছরাঙা টেলিভিশনেও থাকছে ঈদের নাটকের আয়োজন। চ্যানেলটির সিনিয়র এক্সিকিউটিভ, প্রোগ্রাম অফিসার রিয়াদ শিমুল জানান, ঈদের সাতদিন দর্শকের জন্য থাকছে মাছরাঙার নানা আয়োজন। এর মধ্য রয়েছে একাধিক ধারাবাহিক ও একক নাটক। এছাড়া রয়েছে বিশেষ টেলিফিল্মস। মোশাররফ করিম, আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, মীম চৌধুরী, তৌসিফ মাহবুব, জাহিদ হাসান, উর্মিলা, ইয়াশ রোহান, নিশাত প্রিয়মের মতো অভিনয়শিল্পীদের দেখা যাবে নাটকগুলোয়।

সারা বছরই নির্মাণ করা হয় নাটক। তবে ঈদের সময়ের নাটকের জন্য দর্শকের অপেক্ষা যেন একটু বেশি থাকে। তাই এ সময়েই সবচেয়ে বেশি নাটক নির্মাণ হয়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন মাধ্যম যুক্ত হলেও বাংলা নাটকের আবেদন একই রকম রয়ে গিয়েছে দর্শকের কাছে।

নিউজ ট্যাগ: ঈদুল ফিতর

আরও খবর