Logo
শিরোনাম

দুর্গাপূজায় আখাউড়া স্থলবন্দরে ছুটি ৬ দিন

প্রকাশিত:শনিবার ০১ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ৯৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ৬ দিনের ছুটি ঘোষণো করা হয়েছে। শনিবার (০১ অক্টোবর) সকাল থেকে বন্দর দিয়ে সব ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দর দিয়ে দুদেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। 

আখাউড়া স্থলবন্দরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে দুদেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী ৭ তারিখ থেকে বন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হবে। এ সময় উভয় দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি প্রদেশে মাছ, পাথরসহ বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়।


আরও খবর