Logo
শিরোনাম

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ৩ শ্রমিক নিহত

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ এপ্রিল ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৭০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নারায়ণগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ বাইপাস সড়ক মোড়ের জিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জয়পুরহাটের কালাই উপজেলার শিকতা গ্রামের আবদুল মজিদ (৪৫) ও মো. আয়েদ এবং শহিদুল ইসলাম (৫০)। তারা সবাই ধানকাটা শ্রমিক। হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার অমিত সূত্রধর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজীপুর হাইওয়ের নাওজোর থানার উপপরির্দক (এসআই) মো. ফরিদুজ্জামান জানান, ওই শ্রমিকরা কুমিল্লায় ধান কাটা শেষে রাতে টিন বোঝাই ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। এটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ বাইবাস হয়ে যাচ্ছিল। পথে জিন্দাপার্ক এলাকা থেকে ১০০ গজ উত্তরে গেলে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়।

এ সময় ট্রাকের উপরে থাকা টিনে কাটা পড়ে ওই তিনজন ঘটনাস্থলেই নিহত ও পাঁচজন আহত হন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আহতদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।


আরও খবর