Logo
শিরোনাম

ঢাকা কলেজ ও টিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

প্রকাশিত:বুধবার ৩০ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১১৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা কলেজ ও পাশের শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের (টিটি কলেজ) শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে মিরপুর সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। বুধবার সন্ধ্যার পর এ সংঘর্ষ বাঁধে বলে জানা গেছে।

এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে ঘটনাস্থলে থাকা অনেকে জানিয়েছেন। তারা বলেন, ‌শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধার পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

ঘটনাস্থলে থাকা নূরে আলম নামের এক বিক্রয়কর্মী একটি গণমাধ্যমকে জানান, সংঘর্ষের সময় সড়কে থাকা তার মোটরসাইকেল থেকে অতিরিক্ত হেলমেটটি নিয়ে যান এক তরুণ। তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী বলে ধারণা করছেন নূরে আলম।

ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট ট্রাফিক অঞ্চলের সহকারী কমিশনার হারুন উর রশীদ গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা সংঘর্ষের ঘটনায় ওপাশ থেকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। যানবাহনগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।


আরও খবর