Logo
শিরোনাম

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, বিপর্যস্ত জনজীবন

প্রকাশিত:মঙ্গলবার ০৩ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৭৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মৌলভীবাজারে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়ার তারতম্য ও শীতের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন। ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল চারপাশ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রোদের তেজ।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে শ্রীমঙ্গলের তাপমাত্রা ৯ ডিগ্রি থেকে ৮ ডিগ্রির মধ্যে উঠানামা করছে।

কয়েকদিন ধরে দুপুরের আগে মিলছে না সূর্যের দেখা। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। দিনে ও রাতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই। বিকেল হলে শীতের তীব্রতা বেড়ে সকাল পর্যন্ত তা অব্যাহত থাকছে। শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে হাওরপাড় ও চা বাগান এলাকাসহ শ্রমজীবী মানুষরা।

শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানে শ্রমিক নিপেন বাউরী ও রবি দাশ বলেন, বাগানে শীতের তীব্রতা বেশি রয়েছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা আনিছুর রহমান  বলেন, সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে। সোমবার তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা কমে গেলে তাপমাত্রা আরও কমতে থাকবে।


আরও খবর