Logo
শিরোনাম

দেশে একদিনে ৪৮ জনের করোনা শনাক্ত

প্রকাশিত:মঙ্গলবার ০৮ নভেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১১৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৯৩০ জনে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। মোট মৃত্যু ২৯ হাজার ৪২৬ জনই রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৫৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮২ হাজার ৯৯৯ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুই হাজার ৮১৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় দুই হাজার ৭৯৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে ১ দশমিক ৭২ শতাংশ ব্যক্তির দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ ছাড়া এই পর্যন্ত করোনায় মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ।


আরও খবর