Logo
শিরোনাম

দাবি আদায় করে ঘরে ফিরলো শ্রমিকরা

প্রকাশিত:বুধবার ০২ নভেম্বর 2০২2 | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | ৮৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর উত্তর কমলাপুরে একটি তৈরি পোশাক কারখানার বেতন ও কোনও অফিসিয়াল নোটিশ ছাড়া বন্ধ করে দেওয়ার প্রতিবাদে শ্রমিকদের দীর্ঘ ১৬ ঘণ্টা আন্দোলনের পর দাবি মেনে নিলো কর্তৃপক্ষ। রাত সাড়ে ১২টার পরে রাস্তা থেকে সরে দাঁড়ান শ্রমিকরা। এতে আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

বুধবার (২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের (বিএসএফ) সভাপতি সৈয়দ তানভীর আহমেদ রনি। তিনি বলেন, মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার, মালিক পক্ষ ও শ্রমিকদের ২০-২৫ জন প্রতিনিধিকে নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

(বিএসএফ) সভাপতি সৈয়দ তানভীর আহমেদ রনি বলেন, সারাদিন ওই কারখানার শ্রমিকরা রাস্তা অবরোধ করে আন্দোলন করেছে। বিষয়টি আমার জানার পরেই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। পরে রাত সাড়ে ৯টার দিকে বিজয়নগর শ্রম ভবনে বৈঠাকে বসেন মালিক পক্ষ। দীর্ঘ তিন ঘণ্টা আলোচনার পরে শ্রমিকদের দাবি মেনে নেন তারা।

আগামী রবিবার (০৬ নভেম্বর) শ্রমিকদের অক্টোবর ও নভেম্বর মাসের বেতন বিজিএমইএ'মাধ্যমে শ্রমিকদের পরিশোধ করা হবে। এছাড়া শ্রমিকদের বাৎসরিক ছুটি টাকা ও প্রতি বছরের জন্য একটি করে বেসিক দেওয়া হবে।

এ বিষয়ে শ্রমিকদের সঙ্গে কথা হলে তারা বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেন, আমরা সারাদিন না খেয়ে, না দেয়ে আন্দোলন করেছি। মালিক পক্ষ দাবি মেনে নেওয়ায় আমরা রাস্তা ছেড়ে দিয়েছি।

মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার এনামুল হক মিঠু বলেন, মালিকদের সঙ্গে শ্রমিকদের সমস্যা সমাধান হওয়ার পরে তারা রাস্তা থেকে সরে গেছেন। রাত সাড়ে ১২ টার পরে মতিঝিল, আরামবাগ, কমলাপুর ও টিটিপাড়াসহ আশপাশের এলাকায় আটকে যাওয়া গাড়ি চলাচল শুরু করেছে।


আরও খবর