Logo
শিরোনাম

চট্টগ্রামে বিএনপি-পুলিশ সংঘর্ষ

প্রকাশিত:সোমবার ১৬ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৮০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরের কাজীর দেউড়ি এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। এ সময় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও শটগানের গুলি ছোড়ে।

আজ দুপুর থেকে পূর্ব নির্ধারিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে বিএনপি নেতাকর্মীরা নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে আসতে থাকে। উপস্থিত হন কেন্দ্রীয় নেতারা। সেখানে সমাবেশ শুরুর কিছুক্ষণ পর কাজির দেউড়ি এলাকায় সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কাজীর দেউড়ি পুলিশ বক্সের সামনে রাখা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। দফায় দফায় এ সংঘর্ষের ফলে সড়কে আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটকের খবর পাওয়া গেছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা বলেন, বিএনপির নেতাকর্মীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।


আরও খবর