Logo
শিরোনাম

চট্টগ্রাম হয়ে ভাসানচরের পথে আরো ১৭৫৯ রোহিঙ্গা

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ মার্চ ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৪৬২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রাম থেকে পঞ্চম ধাপের দ্বিতীয় দফায় রোহিঙ্গাদের আরও একটি দলকে নোয়াখালীর ভাসানচরে পাঠানো হচ্ছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের বোট ক্লাব থেকে পাঁচটি জাহাজে মোট এক হাজার ৫৯ জন রোহিঙ্গার সেখানে যাওয়ার কথা।

রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়ার পুরো বিষয়টি নৌবাহিনী তদারকি করছে। নৌবাহিনীর সূত্র জানায়, সকাল সাড়ে ১১টায় সর্বশেষ জাহাজটি ভাসানচরের উদ্দেশে ছেড়ে গেছে।

কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ্দোজা নয়ন বলেন, কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তরের জন্য গত দুই দিনে চার হাজার ২২ জন রোহিঙ্গাদের চট্টগ্রামে নেওয়া হয়েছে। সেখান থেকে ভাসানচরে নেওয়া কথা।

গত মঙ্গলবার প্রথম দফায় এক হাজার ৭৩ জন রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু ভাসানচরে যান। ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় এক হাজার ৮০৪ জন এবং চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফায় স্থানান্তর করা হয় তিন হাজার ২৪২ জনকে।



আরও খবর